চিত্রনায়িকা পরী মণি চিত্রনায়ক শরিফুল রাজের জন্মদিনে নতুন প্রেমের খবর দিয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী মণি লিখেছেন, “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।”
ভিডিওতে পরী মণি একটি চলন্ত গাড়িতে কারও হাতে হাত রেখেছেন, তবে তার নতুন প্রেমিকের পরিচয় এখনও জানা যায়নি। ভিডিওটি দেখে অনেক নেটিজন মন্তব্য করেছেন যে, এটি হয়তো একটি মজার ক্যাপশন হতে পারে, কারণ কিছুদিন আগে পরী মণি বলেছিলেন যে, তিনি নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়াতে চান না।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে পরী মণি জানিয়েছিলেন, তার জন্য নতুন সম্পর্ক গড়ার কোনো ইচ্ছা নেই। তবে আজকের পোস্টে তার বক্তব্যে কিছুটা পরিবর্তন দেখা গেছে, যা অনেক নেটিজনদের কাছে চমক হিসেবে এসেছে।