• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন করলে মানবে না বিএনপি: মির্জা ফখরুল বিনামূল্যের পাঠ্যপুস্তক বিক্রি, আটক ২ ও জব্দ দুই ট্রাক বই ১২ ডেপুটি জেলার বদলি, কারা অধিদপ্তরের নির্দেশ ওষুধ, রেস্তোরাঁ, মোবাইল সেবা ও ওয়ার্কশপে বর্ধিত ভ্যাট প্রত্যাহার, প্রজ্ঞাপন আবেদন খারিজ, ট্রাইব্যুনালে চলবে জুলাই গণহত্যার বিচার সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ বোমা হামলার হুমকি: বাংলাদেশ বিমানের ফ্লাইটে তল্লাশি, কিছুই পাওয়া যায়নি বোমা হামলার হুমকিতে শাহজালালে বিজি-৩৫৬ ফ্লাইট ঘিরে বিশেষ সতর্কতা জার্মানি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে: ওলাফ শলৎজ

৭ ঘণ্টা চার্জে ৮০ কিলোমিটার চলবে এই মোটরবাইক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বাংলাদেশে এলো চীনের বিশ্বখ্যাত আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরবাইক আইমা এফ-৬২৬। পরিবেশবান্ধব ব্যাটারি চালিত এই ইলেকট্রিক মোটরবাইকটি এনেছে স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ। মোটরবাইকটি ইতোমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আইমা এফ-৬২৬ মডেলটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুমোদিত একটি মডেল।

দেশের ক্রমবর্ধমান ইলেক্ট্রিক মোটরবাইকের জনপ্রিয়তায় এবার বাজারে এলো বিশ্বসেরা ব্র্যান্ড আইমা। উত্তর আমেরিকা, ইউরোপসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে জনপ্রিয় ব্র্যান্ড আইমা।

আইমা এফ-৬২৬ মডেলটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। ৭-৮ ঘণ্টা একবারের পূর্ণ চার্জে বাইকটি চলবে টানা ৮০ কিলোমিটার পর্যন্ত। একবারের চার্জেই মোটরবাইকটি দিয়ে সারাদিনের কাজ সেরে ফেলা যাবে। এর সামনের ব্রেকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং রিয়ারে ড্রাম ব্রেক। ৮০০ ওয়াট মোটরের বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্ট আর ২২ অ্যাম্পিয়ারের গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি।

মোটরবাইকটির মোটরে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। পাশাপাশি ব্যাটারি-সহ অন্যান্য যন্ত্রাংশেও আছে বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টি। ব্যাটারি-সহ মোটরবাইকটির ওজন ১০৬ কেজি। এর বাজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা হলেও বর্তমানে মোটরবাইকটিতে ১০ হাজার টাকা ডিসকাউন্ট অফার চলছে।

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, আইমা এফ-৬২৬-এর আধুনিক প্রযুক্তি এবং কার্যক্ষমতা গ্রাহকদের যোগাযোগের একটি সেরা বিকল্প মাধ্যম হিসেবে উপস্থাপন করবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আইমা এফ-৬২৬ গ্রাহকদের পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করবে।

আইমার এফ-৬২৬ মডেলের ই-বাইকটি দেশব্যাপী ডিএক্স গ্রুপের নিজস্ব ডিলার পয়েন্ট-সহ জনপ্রিয় সব ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে। আইমা এফ-৬২৬ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন dxnewenergy.com এবং অর্ডার দেওয়া যাবে godxg.com এ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর