দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন।
বুধবার (২ অক্টোবর) বিকালে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এই পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ২৪ মিনিটের ভিডিওটির এক পর্যায়ে মিজানুর রহমান বলেছিলেন, অনেকেই জানতে চেয়েছেন আমি কবে দেশে আসবো। তাদের উদ্দেশে বলতে চাই খুব শীঘ্রই দেশে ফিরছি। সেই ঘোষণা মোতাবেক দেশে ফিরেছেন আজহারী। এতোদিন তিনি মালয়েশিয়া অবস্থান করলেও বিভিন্ন দেশে ইসলামিক কনফারেন্সে যোগ দেন এবং আলোচনা রাখেন।
এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। সে সময় মিজানুর রহমান আজহারী এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।