• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
শংকরপাশায় দুর্ঘটনা: শালা-দুলাভাই নিহত, বাসচালক পলাতক ধানমন্ডিতে শিশুর ভুল চোখে অপারেশন, অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার গিগাবাইটের এআই এজেন্ট জিম্যাট সহ নতুন প্রজন্মের এআই পিসি উন্মোচন দেশে এইচএমপিভিতে আক্রান্ত প্রথম মৃত্যু, ছিল অন্যান্য জটিলতা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর: মুনাফার হার সর্বোচ্চ ১২.৫৫% ইসরায়েল-হামাস চুক্তি: ছয় সপ্তাহের মধ্যে বন্দি বিনিময় ও সেনা প্রত্যাহার শুরু টানা দুই ম্যাচে ৫ গোল: বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে

দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন।

বুধবার (২ অক্টোবর) বিকালে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এই পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ২৪ মিনিটের ভিডিওটির এক পর্যায়ে মিজানুর রহমান বলেছিলেন, অনেকেই জানতে চেয়েছেন আমি কবে দেশে আসবো। তাদের উদ্দেশে বলতে চাই খুব শীঘ্রই দেশে ফিরছি। সেই ঘোষণা মোতাবেক দেশে ফিরেছেন আজহারী। এতোদিন তিনি মালয়েশিয়া অবস্থান করলেও বিভিন্ন দেশে ইসলামিক কনফারেন্সে যোগ দেন এবং আলোচনা রাখেন।

এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। সে সময় মিজানুর রহমান আজহারী এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর