• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

সাবেক সচিব জাহাংগীর ৫ দিনের রিমান্ডে, জ্যাকব ও গিনি-ও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির থানা এলাকায় আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমেরর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তারেরর পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ। তারা হলেন সাবেক এমপি ও উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব এবং সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) পৃথক মামলায় সাবেক এই দুই সংসদ সদস্যকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন একই আদালত।

সাবেক সচিব জাহাংগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পাঁচ দিনের এবং মাহবুব আরা বেগম গিনিকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এক যুগ আগে সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জ্যাকবকে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে ভোলা-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর