• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

স্বামীসহ আওয়ামী লীগের সাবেক এমপি হেনরী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী ও তার স্বামী, সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারকে আটক করেছে র‌্যাব।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুরের দেলওয়ার হোসেন বাচ্চুর নামের একজনের বাসা থেকে তাদের আটক করে র‌্যাব-৯।

জানা গেছে, হেনরী ও তার স্বামী দীর্ঘদিন ধরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন।

আজ-বেলা সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকেই একে একে গ্রেপ্তার হচ্ছেন-হেভিওয়েট নেতারা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর