টেকনাফের সাবেক চেয়ারম্যান, বদির ভাতিজা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে গ্রেপ্তার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শাহজাহান মিয়া সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি।

র‌্যাব জানায়- তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে, যার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে রয়েছে মাদক কারবারের অভিযোগও।

উল্লেখ্য, ২০১৯ সালে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ৭৩ জন গডফাদারের তালিকায় ৯ নম্বর আসামি ছিলেন শাহজাহান মিয়া। ওই বছরের ২৫ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *