সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা- বিএফআইইউ। এর ফলে নিজেদের ব্যক্তিগত বা ব্যবসায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ উত্তোলন করতে পারবেন না পলক ও কনিকা।
মঙ্গলবার (১৩ আগস্ট)-এর মধ্যে এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে।
এর আগে-স্ত্রী-সন্তানসহ হাছান মাহমুদের ব্যাংক হিসাব জব্দ স্ত্রী-সন্তানসহ হাছান মাহমুদের ব্যাংক হিসাব জব্দ এর আগেও বিগত সরকারের দুই সাবেক মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী নূরান ফাতিমা ও মেয়ে নাফিসা জুমায়না মাহমুদ, সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুশতারী।
গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
শেখ হাসিনা সরকারের পতনের পরদিন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে বা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ আগস্ট) দেশ ছেড়ে পালাতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন জুনাইদ আহমেদ পলক। বিমানবন্দর সূত্র জানিয়েছিল, মঙ্গলবার বিকেল ৩টার দিকে পলক তার ব্যক্তিগত দুই কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।