• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

আরও রোহিঙ্গা আসছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন থেকে প্রাণে বাঁচতে আরও রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে। রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধে অনেক বেসামরিকের মতো বিপাকে পড়েছে আগে থেকে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শেষ উপায় হিসেবে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে বলে জানিয়েছে অলাভজনক সংস্থা ডক্টর উইদাউট বর্ডারস। তারা জানায়, কক্সবাজারে তাদের টিম পালিয়ে আসা অন্তত ৩৯ জন রোহিঙ্গাকে চিকিৎসা দিয়েছে। আহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এর আগে শনিবার মিয়ানমার সীমান্তে ড্রোন হামলায় অন্তত ২০০ রোহিঙ্গা মারা যায় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে গর্ভবতী নারী ও তার ২ বছরের মেয়েও রয়েছে বলে জানা গেছে। ড্রোন হামলার শিকার হয়ে বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছেন রোহিঙ্গারা। নিপীড়নের শিকার হয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসতে চেয়েছিলেন। তবে ড্রোন হামলায় তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যান।

২০১৭ সালে মিয়ানমারে নিরাপত্তা চৌকিতে হামলার পর বছরের পর বছর চলে আসা রোহিঙ্গা নিপীড়ন জোরাল করে দেশটির সামরিক বাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। তারা বাংলাদেশের একাধিক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর