• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

সংখ্যালঘুদের ওপর হামলার তালিকা সংগ্রহ হচ্ছে, বৈঠক মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে সহিংসতার মধ্যে বাড়িঘর ও মন্দির ভাঙচুর এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন।

তিনি বলেন-আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনবো। আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য কতটুকু করতে পারি সেই বিষয়ে আমরা কাল সিদ্ধান্ত নেবো।

সোমবার (১২ আগস্ট) সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন-আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে। দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় আক্রমণ হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে। আগেও ছিল এখনো আছে, আগামীতেও থাকবে।

‘আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য কতটুকু করতে পারি সেই বিষয়ে আমরা কালকে সিদ্ধান্ত নেবো,’ যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর