অলিম্পিকে পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন আরশাদ নাদিম। টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রোতে সোনা জিতেছিলেন ভারতের নীরজ চোপরা। তাকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকে সোনা নিজের করে নিয়েছেন আরশাদ।
রেকর্ড গড়েই সোনা জেতেন এই পাক অ্যাথলেট। ৯২.৯৭ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন তিনি। তাতে ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটারের রেকর্ড।
এই ইভেন্টে রুপা জিতেছেন নীরজ চোপরা। তিনি ছুঁড়েছেন ৮৯.৪৫ মিটার। ৮৮.৫৪ মিটার ছুঁড়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।