ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফের সীমিত পরিসরে ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। তবে ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসার যাত্রী পারাপার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বুধবার (০৭ আগস্ট) দুপুর ১টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ১০টা থেকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সদস্যরা একই দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এতে করে ভারতে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এরপর মানবিক কারণে যাত্রীদের ভোগান্তি নিরসনে দুপুর ১টা থেকে ফের যাত্রী পারাপার শুরু হয়। তবে বাংলাদেশি যাত্রীদের মধ্যে শুধুমাত্র গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারী যাত্রীদের ভারতে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি জানান ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।