• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত শহরের কাউতলি, টি.এ রোড, কে দাস মোড় সহ বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।

এতে সড়কে অনেকটা সুশৃঙ্খলতা ফিরে এসেছে। সাধারণ মানুষ ও চলকরা তাদের এ উদ্যেগকে স্বাগত জানিয়েছে। ট্রাফিক পুলিশ না থাকায় পালাক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত দুদিন যাবত দায়িত্ব পালন করছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানাসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের ময়লা আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর