• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

একই দিনে সন্তান জন্ম দিলেন নাবিলা ও ফারিয়া শাহরিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। তার এই পতনকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছেন অনেকে।

এদিকে ছাত্র-জনতার বিজয়ের এই দিনে (৫ আগস্ট) মা হয়েছেন দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী ফারিয়া শাহরিন ও নাবিলা বিনতে ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেরাই জানিয়েছেন খবর।

ফারিয়া সোমবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুকে সন্তানের পায়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’ অভিনেত্রী জানিয়েছেন কন্যার নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন।

অন্যদিকে একইদিনে (৫ আগস্ট) সন্তানের জন্ম দিয়েছেন নাবিলা। কন্যার নাম রেখেন আন্দোলন। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে আন্দোলন।’

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ফারিয়া বাগদান সেরেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে। ২০২৩ সালে বিয়ে করেন তারা। গত ১২ মে বিশ্ব মা দিবসে মা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

এদিকে নাবিলা শুরু থেকেই যত্ন সহকারে গোপন রেখেছিলেন নিজের বিয়ের খবর। ২০২০ সালে বিষয়টি জানান তিনি। এবার জানালেন মা হওয়ার খবর।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর