• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

আজ থেকে কলকারখানা খোলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ও বস্ত্রকল খুলে দেয়া হচ্ছে। বুধবার (৭ আগস্ট) সকালেই সারাদেশের সব ফ্যাক্টরি খোলা হবে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে টানা তিন দিন দেশের সব পোশাক কারখানা ও বস্ত্রকল বন্ধ ছিল। চলমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি একে আজাদসহ তিন ব্যবসায়ী নেতা।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে একে আজাদ সাংবাদিকদের বলেন, ৭ আগস্ট থেকে সারাদেশের সব পোশাক কারখানা ও বস্ত্র মিল খুলে দেয়া হবে। এর আগে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন (রবিবার) সকালে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার-আশুলিয়ার অধিকাংশ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়। কিন্তু বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হলে কয়েক ঘণ্টার মধ্যে আবার কাজ বন্ধ হয়ে যায়। পরে সোম ও মঙ্গলবার দুই দিনও বন্ধ ছিল দেশের সব ফ্যাক্টরি।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর