• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

বাফুফে থেকে সালাউদ্দিনের পদত্যাগ চান সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চাইলেন দেশের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী।

দেশের ফুটবল সমর্থকদের একটি সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও বেঁধে দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইতোমধ্যে আলট্রাসের কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়ে এসেছেন বলে জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলট্রাস সভাপতি আমিনুল বেপারী শিপলু সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটামের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, ‘সালাউদ্দিনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো। স্বেচ্ছায় পদত্যাগ না করলে, আগামীকাল (আজ) আমরা টেনে নামাবো। ২৪ ঘণ্টা পর, বাফুফে ভবন দখল নেওয়া হবে।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ্যদের চান ক্রিকেট সংগঠকরা। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। ‘ক্রিকেট সংগঠক’ ব্যানারে বিসিবির সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি-দাওয়ার কথা উল্লেখ করেছেন ক্লাব কর্মকর্তারা।

আওয়ামী লীগ সরকারের অধীনে বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্লাব কর্মকর্তারা। এসব দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর