শিক্ষার্থী-জনতার গণআন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গতকাল সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর ঢাকা পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। লাখো মানুষ নেমে এসেছিল রাস্তায়। এই আনন্দ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরকেও। তারা সোশ্যাল সাইটে নিজেদের অনুভূতি জানিয়েছেন।
বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’
অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন। জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয়।’
জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুব সরকার পতনের পর সম্মান জানিয়েছেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে। স্যালুটের ইমোজির পাশাপাশি ব্যবহার করেছেন বাংলাদেশের পতাকাও।
সাবেক পেসার রুবেল হোসেন গতকাল ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। তিনি ফেসবুকে অনুভূতি প্রকাশ করেন এভাবে, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’
জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিমায় ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম।