• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

মিঠামইন হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার। শনিবার (১৩ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটে মিঠামইন জিরো পয়েন্ট এলাকার হাওর থেকে তার মরদেহে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। মারা যাওয়া আবীর হোসেন (২০) রাজধানী ঢাকার উত্তর মুগদা এলাকার আব্দুল আলিমের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ আবীর হোসেনকে উদ্ধারে কাজ করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল। তাকে না পেয়ে শনিবার সকাল ৮টা থেকে আবারও নিখোঁজ আবীর হোসেনকে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল ৫টা ৫০ মিনিটে ঘটনাস্থল থেকে একটু দূরে মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মিঠামইন থানা পুলিশে হস্তান্তর করে। পরে পুলিশ তার মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করে।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার (১২ জুলাই) মা আঁখি আক্তারসহ পরিবারের লোকজনের সাথে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। দুপুর ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তারা। এ সময় আবীদ, সজীব ও শাহজাহান পানিতে ডুবে যায়। সজীব ও শাহজাহানকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকে আবীর। শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ঘটনাস্থল থেকে একটু দূরে মরদেহ ভেসে ওঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর