বন্যা পরিস্থিতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান।
পরিবর্তিত রুটিন পরে প্রকাশ করা হবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ৮ জুলাই পর্যন্ত সিলেট বোর্ডে বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা স্থগিতে ফলে এই পরীক্ষাগুলো আপাতত হবে না।
প্রসঙ্গত, উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জের অনেক উপজেলা প্লাবিত হয়েছে। জেলাগুলোর নদ-নদীর পানি বৃদ্ধির ফলে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকে ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে।
এ বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জ এখন মোটামুটি পানির নিজেই ডুবে আছে। সিলেটের বেশিরভাগ এলাকাও প্লাবিত। বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজার ও হবিগঞ্জের নিচু এলাকাতেও।
প্রবল বর্ষণ আর বন্যার কারণে গতবারও তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পেছাতে হয়েছিল। অন্য সব বোর্ডের পরীক্ষা ১৭ অগাস্ট শুরু হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ অগাস্ট থেকে। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলো শিক্ষা মন্ত্রণালয়।