• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
শংকরপাশায় দুর্ঘটনা: শালা-দুলাভাই নিহত, বাসচালক পলাতক ধানমন্ডিতে শিশুর ভুল চোখে অপারেশন, অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার গিগাবাইটের এআই এজেন্ট জিম্যাট সহ নতুন প্রজন্মের এআই পিসি উন্মোচন দেশে এইচএমপিভিতে আক্রান্ত প্রথম মৃত্যু, ছিল অন্যান্য জটিলতা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর: মুনাফার হার সর্বোচ্চ ১২.৫৫% ইসরায়েল-হামাস চুক্তি: ছয় সপ্তাহের মধ্যে বন্দি বিনিময় ও সেনা প্রত্যাহার শুরু টানা দুই ম্যাচে ৫ গোল: বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে

এইচএসসি:সিলেটে ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

বন্যা পরিস্থিতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান।

পরিবর্তিত রুটিন পরে প্রকাশ করা হবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ৮ জুলাই পর্যন্ত সিলেট বোর্ডে বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা স্থগিতে ফলে এই পরীক্ষাগুলো আপাতত হবে না।

প্রসঙ্গত, উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জের অনেক উপজেলা প্লাবিত হয়েছে। জেলাগুলোর নদ-নদীর পানি বৃদ্ধির ফলে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকে ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে।

এ বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জ এখন মোটামুটি পানির নিজেই ডুবে আছে। সিলেটের বেশিরভাগ এলাকাও প্লাবিত। বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজার ও হবিগঞ্জের নিচু এলাকাতেও।

প্রবল বর্ষণ আর বন্যার কারণে গতবারও তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পেছাতে হয়েছিল। অন্য সব বোর্ডের পরীক্ষা ১৭ অগাস্ট শুরু হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ অগাস্ট থেকে। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলো শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর