• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন করলে মানবে না বিএনপি: মির্জা ফখরুল বিনামূল্যের পাঠ্যপুস্তক বিক্রি, আটক ২ ও জব্দ দুই ট্রাক বই ১২ ডেপুটি জেলার বদলি, কারা অধিদপ্তরের নির্দেশ ওষুধ, রেস্তোরাঁ, মোবাইল সেবা ও ওয়ার্কশপে বর্ধিত ভ্যাট প্রত্যাহার, প্রজ্ঞাপন আবেদন খারিজ, ট্রাইব্যুনালে চলবে জুলাই গণহত্যার বিচার সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ বোমা হামলার হুমকি: বাংলাদেশ বিমানের ফ্লাইটে তল্লাশি, কিছুই পাওয়া যায়নি বোমা হামলার হুমকিতে শাহজালালে বিজি-৩৫৬ ফ্লাইট ঘিরে বিশেষ সতর্কতা জার্মানি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে: ওলাফ শলৎজ

ফুলছড়িতে ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪

গাইবান্ধার ফুলছড়িতে ১০০ বোতল বিদেশি মদসহ রেজাউল নাদু (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার রেজাউল নাদু ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার রহিম মিয়ার ছেলে।

শনিবার (১৫ জুন) রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে ওইদিন সন্ধ্যায় উপজেলার বালাশীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উপজেলার বালাশীঘাট এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন খবরে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ১০০ বোতল বিদেশি মদ জব্দসহ রেজাউল নাদুকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর