আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

বগুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি শাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো একসময় মাটিডালি এলাকার ব্যাংকটির উপশাখায় এই লুটের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বগুড়ার অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সা‌র্বিক) স্নিগ্ধ আখতার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয় ব‌্যবসায়ী ও ব‌্যাং‌কের গ্রাহক মিরাজুল ইসলাম ব‌লেন, ব‌্যাংক‌টির এই শাখা গত তিন বছর ধ‌রে এই মা‌র্কেটে তা‌দের কার্যক্রম পরিচালনা কর‌ছে। কিন্তু দুঃ‌খের বিষয় হ‌লো এই শাখার নিরাপত্তাব‌্যবস্থা তেমন জোরদার ছি‌ল না। রা‌তের বেলা কোনো গার্ড থাক‌তো না। আজ সকা‌লে এসে জান‌তে পা‌রি রা‌তে না‌কি ব‌্যাং‌কে চু‌রি হ‌য়ে‌ছে। আর‌ও যেটা জান‌তে পারলাম তা‌দের‌ যে এলা‌র্মিং সি‌স্টেম সে‌টিও না‌কি গতকাল বন্ধ ছি‌ল।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ব্যাংকের ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তাদের এখানে গচ্ছিত ২৯ লাখ টাকা চুরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *