দৈনিক এইদিন সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সাধারণ সম্পাদক, ফিফোটেক এর সিইও তৌহিদ হোসেনের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০জুন) বাদ আসর রাজধানীর আফতাবনগরের বাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ তথ্যপ্রযুক্তি খাতে সংশ্লিষ্টারা ও পরিবারের সদস্যরা দোয়ায় অংশ নেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থতা কামনা ও মরহুমার ছেলে-মেয়ে, নাতি-নাতনি, সহ সকল আত্মীয়-স্বজনদের জন্য দোয়া কর হয়।
দোয়া শুরুর আগে সূরা ইয়াসিন পাঠ সহ স্মৃতিচারণ করেন মরহুমা ফাতেমা হোসেন -এর স্বামী বীরমুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন।
প্রসঙ্গত, শনিবার (৮ জুন) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মরহুমা ফাতেমা হোসেন বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেনের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (৯ জুন) আফতাবনগর ভূঁইয়াবাড়ি জামে মসজিদে বাদ জোহর মরহুমার প্রথম জানাজা এবং বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজার পর সেখানে দাফন করা হয়।