ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার; মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; হবিগঞ্জ জেলার সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ১০ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২৯ মে)।
সোমবার (২৭ মে) মধ্যরাত ১২টায় তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এর আগে নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। বিরামহীন প্রচারে ছিল প্রার্থীদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণসহ রাতে-দিনে জমজমাট প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নির্বাচনের দিন অনুকূল পরিবেশের অপেক্ষায় ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
প্রচার-প্রচারণা শেষ হওয়ায় প্রার্থীরা কোনো প্রচার, মিছিল করতে পারবেন না বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন।
ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।