• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড আজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

সিলেটে প্রতিদিন অতিক্রম করছে তাপপ্রবাহের রেকর্ড। শনিবার (২৪ মে) সিলেটে সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকাল ৩ টায় সিলেট আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।

এর আগে গতকাল শুক্রবার সিলেটে ছিলো ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ২৩ মে বৃহস্পতিবার ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রেকর্ড করা ওই তাপমাত্রাকে ধরে নেয়া হয়েছিলো বছরের সর্বোচ্চ। কিন্তু আজ শনিবারের রেকর্ড হওয়া তাপমাত্রাকেই বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরে নেয়া হচ্ছে। সাত জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবা।

এদিকে, শনিবার সকাল থেকেই প্রখর রোদ আর গরমে সিলেটের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। অতিরিক্ত গরমের কারণে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনের গরমে সিলেটে শিশু ও বৃদ্ধরা নানা ধরণের রোগে ভোগছেন।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, সিলেটে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চলছে এখন। বিকাল ৩ টায় রেকর্ডকৃত তাপমাত্রা হচ্ছে ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থা থাকতে পারে। বাড়তি তাপমাত্রায় সকলের সচেতনতা ও সাবধানতা জরুরী।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর