‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না।’ পটুয়াখালীর বাউফল পৌর শহরে এক বিএনপি নেতার বাসভবনে সামনের গেটে এমন লেখা সংবলিত প্ল্যাকার্ড সাঁটিয়ে দেওয়া হয়েছে। ওই বিএনপি নেতার নাম সামুয়েল আহমেদ লেনিন। তিনি উপজেলা বিএনপির কনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তার বাবা মরহুম সৈয়দ আহমেদ মিয়া ছিলেন বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।
আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিভিন্ন মার্কার প্রার্থী ও প্রচার কর্মীরা তার বাসায় গিয়ে ভোট চান। এতে বিব্রতকর পরিস্থিতি এড়াতে‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না।’ এ লেখা সংবলিত প্ল্যাকার্ড তার বাস ভবনের সামনের গেটে সাঁটিয়ে দিয়েছেন।
বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, ‘আমি বিএনপির নেতা। আমার দল এ সরকারের সময়ে সব ধরণের নির্বাচন বর্জন করেছে। আমি ভোট দিবোনা। তাই আমার কাছে কেউ ভোট চাইলে বিব্রতবোধ করি। তাই বিব্রতকর পরিস্থিতি এড়াতে আমি বাসার গেটে এ ধরণের লেখা সাঁটিয়ে দিয়েছি।’