ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে সকালে অফিস কার্যক্রম শুরুর আগেই আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুম থেকে এ আগুনের বিস্তৃতি ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্টোর রুম থেকে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকারে ছেয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি। পরবর্তীতে জানানো যাবে।

এ বিষয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। পড়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অন্ধকারের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির তথ্য বিস্তারিত পরে জানানো যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *