• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

ফেসবুকে যা দেবেন না

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪

দিনকে দিন বাড়ছে ফেসবুককে কেন্দ্র করে অপরাধমূলক ঘটনা। আর এতে অপহরণ, আর্থিক প্রতারণাসহ ঘটছে সাম্প্রদায়িক উসকানির মতো ঘটনাও। এজন্য নিরাপদে থাকতে ফেসবুকে যেসব শেয়ার করা যাবে না।

ড্রাইভিং লাইসেন্স : অনেকেই ফেসবুকে ড্রাইভিং লাইসেন্সের ছবি দেন। বোকামি করে জন্মতারিখ, ছবি ঠিকানাসহ দরকারি তথ্য দুর্বৃত্তদের হাতে যেতে দেবেন না।

ক্রেডিট কার্ডের তথ্য দেওয়া যাবে না : ফেসবুক প্রোফাইল থেকে নাম, জন্মতারিখ, জন্মস্থান, বাসা বা অফিসের ঠিকানা জেনে ক্রেডিট কার্ড বা ইমেইল বা ফেসবুক আইডি হ্যাকের সম্ভাবনা রয়েছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকিও তৈরি হয়। ফেসবুকের কোনো অ্যাপ রিকোয়েস্টে কখনোই নিজের ক্রেডিট কার্ডের তথ্য দেওয়া যাবে না।

রাজনৈতিক বিষয় : উদ্দেশ্যপ্রণোদিত এবং উসকানিমূলক রাজনৈতিক পোস্ট কখনো ফেসবুকে দেবেন না। তাহলে বিপদে পড়তে পারেন আপনি।

জন্মদিন গোপন রাখুন : জন্মদিনের তারিখ বা এর সঙ্গে নাম, ঠিকানা হতে পারে আপনার গোপনীয়তা রক্ষার খাতিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে হ্যাকাররা আরও সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত বিবরণ জেনে নিতে পারে। জন্মতারিখ হাইড করে রাখুন।

ফোন নম্বর ও মেইল গোপন রাখা : ফোন নম্বর হাইড করে রাখাই ভালো। অযাচিত কল আপনার বিরক্তির কারণ হতে পারে ও হ্যাকারদের থেকে মুক্তি পেতে পারেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর