গত বছর প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে ইফতারের আয়োজন করেছিল চেলসি। এবার নিজেদের স্টেডিয়াম অ্যানফিল্ডে ২৮০০ মানুষ নিয়ে ইফতারের আয়োজন করল লিভারপুল।
লিভারপুলের আঞ্চলিক মসজিদ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে রোববার (৭ এপ্রিল) ক্লাবের অর্থায়নে এ আয়োজন করে লিভারপুল। যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ইয়ান ব্রাইন ও ব্রিটিশ বক্সার নাতাশা জোনাস।
লিভারপুল ফাউন্ডেশনের নির্বাহী ম্যাট প্যারিশ বলেন, ‘যুক্তরাজ্যের সবচেয়ে বিচিত্র শহর এটি আর ফুটবল ক্লাব সেটার বড় অংশ। প্রথম ফুটবল ক্লাব হিসেবে আমরা এটা করিনি কিন্তু যেহেতু আমরা লিভারপুল তাইসেরাটা দিয়ে করতে চেয়েছি এবং যথাযথভাবে করতে পেরেছি।’
এদিন অ্যানফিল্ডে ২৮০০ মানুষ শুধু একসঙ্গে ইফতারই করেনি, ইফতার শেষে একসঙ্গে নামাজও আদায় করেছে। ইফতারের আগে মাঠে একজন ইমাম পবিত্র কোরআন তিলাওয়াত করে শোনান।
তবে রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচ থাকায় উপস্থিত থাকতে পারেননি মোহামেদ সাহালাহরা। এর আগে গত বছর প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে ইফতারের আয়োজন করেছিল চেলসি।