কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল ফরেষ্টারকে হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক বন বিভাগ দিনাজপুরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে দিনাজপুর সামাজিক বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তার কার্যালয় চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, কাহারোল রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম হেলাল, ধর্মপুর বিট কর্মকর্তা মহসিন আলী, মধ্যপাড়া রেঞ্জ এর ফরেস্ট রেঞ্জার উজ্জ্বল হোসেন প্রমুখ।