• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

সাজেকে সুইমিংপুল বন্ধ, জরিমানা ২ লাখ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক পর্যটন কেন্দ্রে পাহাড় কেটে সুইমিং পুল তৈরীর দায়ে মেঘ পল্লী রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠানকে দুইলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও সুইমিং পুলটি বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

মহামান্য হাইকোর্টে আদেশ অনুসারে, বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রিসোর্ট মালিক শাহ আলমকে দুইলাখ টাকা জরিমানা করেন।

অভিযানকালে সুইমিং পুলটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, “পাহাড় কেটে সুইমিং পুল তৈরী বন্ধে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ ঘটনাস্থলে পৌছে সংশ্লিষ্ট রিসোর্টকে জরিমানা ও সুইমিং পুলটি বন্ধ করেছি।”


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর