আগের মতো এখন আর ছিনতাই হয় না: ডিএমপি কমিশনার

এখন আগের মতো ছিনতাই হয় না। এরপরও ঈদ ঘিরে ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই জায়গা থেকেই ছিনতাইরোধে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শপিংমল ও বাজার পরিদর্শন শেষে মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর পান্থপথ মোড়ে বসুন্ধরা সিটি শপিংমলে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা স্পেশাল পুলিশ ফোর্স মোতায়েন করেছি, গোয়েন্দা সংস্থা মোতায়েন করা হয়েছে। রমজানে ছিনতাই, হয়রানি মোকাবিলায় প্রস্তুত রয়েছি। এখন অবধি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি সামনেও এমন কোনো অঘটন ঘটবে না।’

হাবিবুর রহমান বলেন, ‘ছিনতাইরোধে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ডিবি থানা পুলিশ একসঙ্গে কাজ করায় ছিনতাই চুরি কমেছে। আগের মতো এখন আর ছিনতাই হয় না।’

তিনি আরও বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা শহরের বেশিরভাগ মানুষ গ্রামের বাড়ি চলে যান। এ সময় ঢাকা ফাঁকা হয়ে যায়। তাই সবাই যেন সতর্কতা অবলম্বন করে বাড়িতে যান সেই আহ্বান থাকবে। পুলিশও সবসময় সচেতন থাকবে।’

মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা স্পেশাল ব্যবস্থা থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

ডেমরায় ১৪টি গাড়ি পুড়ে যাওয়ার বিষয়ে কমিশনার বলেন, ‘গতকাল ডেমরায় প্রোটেক্টেট এরিয়ায় ১৪টি গাড়ি পুড়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নির্ধারণ করা যায়নি। তবে এটি যদি নাশকতা হয়ে থাকে তাহলে তা খতিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *