ইফতারের ৪ মিনিট আগেই মসজিদে আজান!

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং শহরের প্রিমা সওজানা মসজিদে ইফতারের নির্ধারিত সময়ের চার মিনিট আগেই মাগরিবের আজান দেয়া হয়। পরে অবশ্য এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।

রোববার (৩১ মার্চ) মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ আসরি হারুন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের ব্যবস্থাপনা কমিটি সেলাঙ্গর ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্টের কাছেও বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মসজিদে উপস্থিত মুসল্লি এবং আশপাশের বাসিন্দারা রোজা ভাঙার জন্য আজানের ওপর নির্ভর করেছিলেন তাদের রোজা বাতিল হয়েছে বলে গণ্য হবে। তাদের পরবর্তী রমজানের আগে পুনরায় এই রোজাটি রাখার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর বিভাগের (ধর্ম বিষয়ক) দাতুক ড. মোহাম্মদ নাঈম মোখতারের মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *