মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন বা ডিজিটাল স্কোরবোর্ড ঝড়ে ভেঙে গেছে। রোববার ভোর ৬টার দিকে রাজধানী জুড়ে ঝড়-বৃষ্টি হয়েছে। ওই ঝড় যেন একটু বেশিই লেগেছে মিরপুরের ডিজিটাল স্ক্রিনে।
রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের টি-২০ ম্যাচ ছিল। ওই ম্যাচের আগে ভাঙে ডিজিটাল স্ক্রিন। গ্যালারিতে পড়ে থাকতে দেখা যায় ভাঙা অংশ। ম্যাচ শুরু হওয়ার আগে মাঠ কর্মীরা ভাঙা অংশগুলো গুছিয়ে ফেলেন।
শনিবার রাতে রাজধানীতে বেশ বৃষ্টি হয়েছে। ছিল বজ্রপাত। এছাড়া ওই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও ছিল। ভোরের দিকে বাতাসের গতি বেড়ে তা ঝড়ে রূপ নেয়। আবহাওয়া অধিদপ্তরের মতে, ভোরে বাতাসের গতিবেগ ছিল ৮৩ কিলোমিটার বেগে। বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।