ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ বশির আহমদকে সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান তাকে ফুলেল সংবর্ধনা জানান।
এ সময় হাফেজ বশিরের শিক্ষক নেছার উদ্দিন নাছিরী, ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ ছাত্রলীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি ১১০টি দেশের প্রতিযোগিদের নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী বশির আহমদ প্রথম স্থান অধিকার করেন। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মো.আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে।
গত ৯ ফেব্রুয়ারি বিশ্বের নব্বই দেশের হাফেজদের নিয়ে আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বশির তৃতীয় স্থান অধিকার করে। ২০২১ সালের পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় দেশ সেরা হাফেজ নির্বাচিত হয়েছিল বশির।
অনুভূতি প্রকাশ করে হাফেজ বশির আহমদ বলেন, আমি বাংলাদেশের পক্ষ থেকে ইরানে গিয়ে প্রথম হয়েছি। এর আগে আমি আলজেরিয়ায় গিয়ে তৃতীয় হয়েছিলাম। আমাকে ছাত্রলীগ সংবর্ধনা দিয়েছে, এজন্য আমি সবাইকে শুকরিয়া জানাই।
সাদ্দাম হোসেন বলেন, সাকিব আল হাসান যখন বাংলাদেশের জন্য দাপুটে জয় এনে দেন, নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন, তারা বাংলাদেশের গর্বের কারণ হন। একইভাবে ইরানের বৈশ্বিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে বিজয়ী হয়েছেন হাফেজ বশির আহমদ। তিনিও বাংলাদেশের ব্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের শুভেচ্ছাদূত। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও বাংলাদেশের ছাত্ররাজনীতির কর্মকাণ্ডের মধ্যে যে কালচারাল গ্যাপ, পার্থক্য ছিল সেটা ঘুচিয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা মাদ্রাসাছাত্র বিষয়ক সম্পাদক এই পদটি বাংলাদেশের রাজনীতিতে সর্বপ্রথম যুক্ত করেছি।
শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা চাই বশির আহমদের মতো শিক্ষার্থীরা যে অঙ্গনে পড়াশোনা করুক, তারা যেন বাংলাদেশকে আরো উচ্চাসনে আসীন করতে পারে, বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছি।