সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের বাসায় গিয়ে তার সার্বিক খোঁজখবর নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মুজিবুর রহমানের বাসায় যান বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতারা সদ্য কারামুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আব্দুল মঈন খান মুজিবুর রহমানের বাসায় যান।