ইলেকট্রিক গাড়ির পর এবার উড়ন্ত গাড়ি বানাচ্ছে মারুতি সুজুকি। আগামী ৩-৪ বছরের মধ্যে উড়বে এই গাড়ি। যার নাম ই-কপ্টার। এটি হবে ব্যাটারিচালিত।
মারুতি সুজুকির তৈরি এই উড়ুক্কু গাড়িতে চালকসহ ২ জন উড়তে পারবেন। এই আকাশযানের মডেল ‘স্কাইড্রাইভ’। এটি মূলত ইলেকট্রিক এয়ারকপ্টার।
১.৪ টন টেক-অফ ওজনের এই ইলেকট্রিক এয়ার কপ্টার প্রথাগত হেলিকপ্টারের ওজনের অর্ধেক ওজনে হওয়ায়, একটু শক্তপোক্ত বাড়ির ছাদেও একে দিব্যি নামানো যাবে।
ভারতে প্রাথমিক ভাবে আনা না হলেও ‘স্কাইড্রাইভ’-কে যে ভারতেই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় তৈরি করার কথা ভাবছেন কর্তৃপক্ষ, তা অবশ্য স্পষ্ট করে দিয়েছে সুজুকি।