• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। গত ১৫ বছরে ৪ হাজার সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মাধ্যে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

ক্ষমতাসীনদের দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর নিপীড়ন নেমে আসছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এ নেতা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বর্তমানে গণমাধ্যমের একটি বিশাল অংশ আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত। মালিকপক্ষের চাপে বিলীন হচ্ছে স্বাধীন সাংবাদিকতা। দেশের জনগণ আজ মূলধারার গণমাধ্যমের একাংশের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, হয়তো সাগর-রুনির অনুসন্ধানী সাংবাদিকতায় এমন কিছু তথ্য-প্রমাণ ছিল যা ক্ষমতাসীনদের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও হুমকিস্বরূপ। হয়তো বিদ্যুৎ ও জ্বালানি খাতের রাষ্ট্রীয় মদদে লাখ লাখ কোটি টাকার দুর্নীতির তথ্য-প্রমাণ ছিল তাদের কাছে, সেই খাতের লুটপাট তথা নেপথ্যেও কুশীলবদের সঙ্গে এই হত্যা ও বিচারহীনতার সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়।

রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতি-দুঃশাসন-দুর্বৃত্তায়নে আওয়ামী লীগের বহুমাত্রিক বিশ্ব রেকর্ডের মাঝে, একটি হত্যা মামলায় ১০৫ বার তদন্ত প্রতিবেদন পেছানোও দৃষ্টান্তহীন আরেকটি নতুন বিশ্ব রেকর্ড।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর