• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

ভুটানকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকায় চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের নারীরা। আর এবার নিয়মরক্ষার ম্যাচে ভুটানকেও উড়িয়ে অপরাজিত থেকেই ৮ তারিখের ফাইনাল খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে নামার আগেই ফাইনালের প্রতিপক্ষ নিশ্চিত হওয়ায় একাদশে বড় পরিবর্তন এনে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ও উমহেলা মার্মাকে ছাড়া আগের ম্যাচের একাদশ থেকে ৯ জনকে বিশ্রাম দেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

১৮ মিনিটে নুসরাত জাহান মিতুর গোলে লিড পায় লাল-সুবজরা। বক্সের মধ্যে সৃষ্ট জটলা থেকে জোড়ালো শটে বল জালে আছড়ে ফেলেন তিনি। ৩০ মিনিটে দ্বিতীয় গোলের নেপথ্য কারিগর ছিলেন এই নুসরাত জাহান মিতুই। তার কর্ণার কিক হেডে জালে পাঠান ঐশি খাতুন।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে তৃষ্ণা রানী বাংলাদেশের তৃতীয় গোল করেন। ৬২ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেছেন ঐশি খাতুন। এরপরও শুরু থেকে আগ্রাসী থাকা বাংলাদেশ আরও একাধিক আক্রমণ চালিয়েছে। তবে জালে কোনো বল জড়ায়নি। তাতে ৪-০ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় মিতুদের।
ভুটানকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ / ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর