• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

মোশাররফ করিমের ‘হুব্বা’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয় দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। এই অভিনেতা সম্প্রতি ওপার বাংলার ‘হুব্বা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

গেল নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা’ মুক্তির কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির ১৯ তারিখ ঠিক করা হয়।

হুব্বা’ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নাট্যকার ও পরিচালক ব্রাত্য বসু। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। বাংলার কুখ্যাত গ্যাংস্টার, হুব্বা শ্যামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে এ সিনেমায়।

সিনেমাটির মুক্তি পেছানো নিয়ে পরিচালক ব্রাত্য বসু তখন জানান, ডিসেম্বরে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, শাহরুখ খানের ‘ডানকি’ এবং দক্ষিণী নায়ক প্রভাসের ‘সালার’ মুক্তির কারণেই ‘হুব্বা’ মুক্তি পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা।

এদিকে ‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’- এমন ট্যাগ লাইন জুড়ে দিয়েই গত সপ্তাহে ‘হুব্বা’র প্রথম পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনস। এবার এলো ছবিটির ট্রেলার। ট্যাগ লাইনটির মতো সত্যি সত্যিই কাঁপন ধরালেন গ্যাংস্টার হুব্বার চরিত্রে বাংলাদেশের মোশাররফ করিম!

অভিনয় বাচন ভঙ্গি আর সংলাপে ‘হুব্বা’র ট্রেলার মাতিয়ে দিয়েছেন মোশাররফ একাই। ট্রেলারে উঠে এসেছে চৌকস গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ! এই ছবিতে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেই রূপে এরআগে দেখা যায়নি তাকে।

পরিচালক আরও বলেন, এ সিনেমার অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সংলাপ। দীর্ঘদিন পর বাংলা সিনেমায় দুর্দান্ত সংলাপ শুনবেন দর্শক। বাকি সিনেমা দেখে দর্শক বলবেন। আশা করছি সবাই সিনেমাটি দেখবেন।

 


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর