• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

দেশের বাজারে পাঁচ সিরিজের লেনোভোর নতুন ১৩ ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

দেশের বাজারে ১৩তম প্রজন্মের পাঁচটি আলাদা সিরিজের নতুন ১৩‌টি ল্যাপটপ এনেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। এসব ল্যাপটপ বাংলাদেশের বাজারে বিক্রি ও বাজারজাত করবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর কলাবাগানে গ্লোবাল ব্র্যান্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব ল্যাপটপ উন্মোচন করা হয়। গ্লোবাল ব্র্যান্ডের লেনোভো বিজনেস হেড রেজাউল করিম তুহিন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এ সময় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আনোয়ার, পরিচালক জসীম উদ্দীন খোন্দকার, হেড অব চ্যানেল সেলস সমীর কুমার দাস এবং জেনারেল ম্যানেজার কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ল্যাপটপগুলোর মডেল হলো লে‌নো‌ভো আইডিয়াপ‌্যাড স্লিম ৫ আই ও প্রো ৫ আই, আইডিয়াপ‌্যাড ফ্লেক্স, এলওকিউ গে‌মিং, লে‌জিয়ন গে‌মিং, ইয়োগা সি‌রি‌জের ইয়োগা ৬ আই, ইয়োগা প্রো ৭ আই, ইয়োগা ৯ আই।

সংবাদ সম্মেলনে গ্লোবাল ব্র্যান্ডের ব্যবসাপ্রধান মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ইন্টেলের ১৩ প্রজন্মের প্রসেসরের এ ল্যাপটপগুলোতে দ্রুত কাজ করা যায়। আইডিয়াপ্যাড স্লিম বা প্রো ফাইভ আই, আইডিয়াপ্যাড ফ্লেক্স ফাইভ আই, ইয়োগা, এলওকিউ এবং লিজেন সিরিজের ল্যাপটপগুলোর দাম এক লাখ ২৮ হাজার থেকে দুই লাখ ৮৮ হাজার টাকা পর্যন্ত।’

রেজাউল করিম বলেন, ‘নতুন ল্যাপটপগুলোতে ইন্টেলের ১৩তম প্রজন্মের প্রসেসরের পাশাপা‌শি শ‌ক্তিশালী কন‌ফিগা‌রেশন রয়েছে। এতে অত্যাধুনিক কার্টিং এজ ফিচার ব্যবহৃত হয়েছে। ডিভাইসগু‌লো‌তে প্রিমিয়াম ফিল পাওয়া যা‌বে। গেমস খেলা, গ্রা‌ফিক্স ও ভি‌ডিও সম্পাদনার জন‌্যও ল‌্যাপটপগু‌লো ব‌্যবহার করা যা‌বে। এ ছাড়াও দৈন‌ন্দিন কা‌জেও এগু‌লো উপ‌যোগী।’

সংবাদ সম্মেলনে নতুন ল্যাপটপগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরে গ্লোবাল ব্র্যান্ড।

আইডিয়াপ‌্যাড স্লিম ৫ আই

বিশেষভাবে ডিজাইন করা এই সিরিজ হলো লেনোভো ব্র্যান্ডের স্লিক ও ভার্সাটাইল ল্যাপটপের একটি লাইনআপ। আরামদায়ক, হালকা ও স্টাইলিশ বৈশিষ্টের কারণে এই সিরিজের ল্যাপটপগুলো শিক্ষার্থী-চাকরিজীবীদের ব্যবহারের উপযোগী। আধুনিক ১৩ জেনারেশন ইন্টেল কোরআই ৭ প্রসেসরের তৈরি এ ল্যাপটপগুলোতে রয়েছে ১৬ ইঞ্চি টিইউভি লো ব্লু লাইট ডিসপ্লে। এই সিরিজের ল্যাপটপগুলোর দাম এক লাখ ৪০ হাজার থেকে শুরু করে এক লাখ ৭৫ হাজার টাকা।

আইডিয়াপ‌্যাড ফ্লেক্স ৫ আই

এই সিরিজের ল্যাপটপগুলো টাচ এবং ৩৬০ ডিগ্রি রোটেবল ডিসপ্লে দিয়ে বিশেষ করে আর্কিটেক্ট ও ফ্যাশান ডিজাইনারদের জন্য তৈরি করা। এ ছাড়াও সাধারণ ব্যবহারকারীরা এগুলো ব্যবহার করতে পারবেন। এ সিরিজের ল্যাপটপগুলোর দাম এক লাখ ২৮ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকা।

এলওকিউ গে‌মিং ও লিজিওন সিরিজ

এই সিরিজের ল্যাপটপগুলো বিশেষ করে গেমারস ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয়েছে। ১৩ প্রজন্মের কোরআই ৫ ও কোরআই ৭ প্রসেসর দিয়ে এ ল্যাপটপগুলো তৈরি করা হয়েছে। ল্যাপটপগুলোর দাম এক লাখ ৪৮ হাজার থেকে শুরু করে এক লাখ ৯০ হাজার টাকা।

লিজিওন সিরিজ

এ সিরিজটিতে লিজিওন প্রো ৫ আই এবং লিজিওন স্লিম ৭ আই নামে দুটি ভিন্ন মডেলের ল্যাপটপ রয়েছে। মডেলভেদে ল্যাপটপগুলোর দাম দুই লাখ ৭৩ হাজার টাকা থেকে দুই লাখ ৮৮ হাজার টাকা।

ইয়োগা সি‌রি‌জ

১৩ জেনারেশনের কোরআই ৭ প্রসেসর দিয়ে তৈরি ইয়োগা সিরিজের ল্যাপটপগুলো আল্ট্রাথিন ও লাইট ওয়েট হয়ে থাকে। এ সিরিজের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ল্যাপটপগুলোতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফাংশন ব্যবহার করা যায়। এই সিরিজের ল্যাপটপগুলোর দাম এক লাখ ৬৫ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ ৬৮ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর