হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। থানার সামনেই এইযাত্রীবাহী বাসে আগুন দেয়।
রোববার (১৯ নভেম্বর) রাত ১০ টায় দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
এদিকে, রোববার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন।
পরে বিস্ফোরণ স্থলে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম কাজ করছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণে আহত একজনকে রাতে হাসপাতালে আনা হয়েছে। তার নাম রিয়াদুল রশিদ (৪০)।
আহত ব্যক্তি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানতে পেরেছেন বলেও জানান তিনি।
গত দুই দিন ধরে কার্যালয়ে মনোনয়ন বিক্রয় চলছে। এ জন্য মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের ভিড় ছিল। যা চলে সন্ধ্যা পর্যন্ত।