ইসরায়েলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম রাষ্ট্রগুলোকে ‘অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার’ আহ্বান জানিয়েছেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম রোববার এ তথ্য জানিয়েছে।

খামেনি বলেছেন, কিছু ইসলামি দেশ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়েছে। অনেক মুসলিম দেশ কিছুই করেনি। এটা অগ্রহণযোগ্য। ইসরায়েলকে জ্বালানি ও পণ্য থেকে বিচ্ছিন্ন করাই ইসলামি দেশগুলোর প্রধান কাজ হওয়া উচিত।

তিনি বলেন, ‘‘ইসলামি দেশগুলোর অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত।’’

গত সপ্তাহে সৌদি আরবের রাজধানীতে অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং আরব লীগের সদস্যদের মধ্যে যৌথ শীর্ষ সম্মেলনের সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছিলেন। তবে তার এই প্রস্তাবে কোনো দেশই রাজী হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *