ট্রেভিস হেডের অসাধারণ শতরান আর মার্নাস লাবুশেনের ৫৮ রানের ইনিংসের সুবাদে ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। হেড খেলেছেন ১২০ বলে ১৩৭ রানের দুর্ধর্ষ ম্যাচ-জেতানো ইনিংস।
ভারত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের সবচেয়ে বড় নায়ক ট্রাভিস হেডের ১৩৭ রানে ২৪১ রানের লক্ষ্য মামুলি হয়ে যায়। মাত্র চার উইকেট হারিয়ে ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়ের সঙ্গে শিরোপা নিজেদের করে নেয় মাইটি অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে বুমরা ২ ও শামি একটি উইকেট তুলতে সক্ষম হয়। পুরো বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের টপ অর্ডার। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে খুব একটা পরীক্ষা দিতেই হয়নি ভারতের মিডল অর্ডারকে। কিন্তু ফাইনালে এসেই যেন হোঁচট খেতে হলো টিম ইন্ডিয়াকে।
অসিদের পক্ষে তিন উইকেট শিকার করেন স্টার্ক। দুটি করে উইকেট পান কামিন্স ও হ্যাজেলউড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৪০/১০। (রোহিত ৪৭, গিল ৪, কোহলি ৫৪, শ্রেয়াস ৪, রাহুল ৬৬, জাদেজা ৯, যাদব ১৮, শামি ৬, বুমরাহ ১, কুলদীপ ১০, সিরাজ ৯*; স্টার্ক ১০-০-৫৫-৩, হ্যাজেলউড ১০-০-৬০-২, ম্যাক্সওয়েল ৬-০-৩৫-১, কামিন্স ১০-০৩৪-২, জাম্পা ১০-০-৪৪-১, মার্শ ২-০-৫-০, হেড ২-০-৪-০)
অস্ট্রেলিয়া : ৪৩ ওভারে ২৪১/৪। (ওয়ার্নার ৭, হেড ১৩৭, মার্শ ১৫, স্মিথ ৪, লাবুশেন ৫৮*, ম্যাক্সওয়েল ২*; বুমরাহ ৯-২-৪৩-২, শামি ৭-১-৪৭-১, জাদেজা ১০-০-৪৩-০, কুলদীপ ১০-০-৫৬-০, সিরাজ ৭-০-৪৫-১)
ফল : অস্ট্রেলিয়া ছয় উইকেটে জয়ী।