নির্বাচন করতে চাইলে বিএনপিকে অবশ্যই সহায়তা করব : ইসি আলমগীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন-বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব, আমাদের সহায়তা করেন; তাহলে অবশ্যই করব। তবে, রাজনৈতিক দলকে কন্ট্রোলের দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের বিষয়ে আমাদের কিছু করার নেই।

আজ রোববার (১৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে অভিযোগে এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে, অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দলের ‘ভোটের পরিবেশ নেই’ বলে অভিযোগ রয়েছে প্রসঙ্গে জানতে চাইলে জবাবে ইসি আলমগীর বলেন, ‘চিরকাল সরকারি দল বিরোধী দলের ওপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারি দলের ওপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *