'হ্যারি পটার' সিনেমার 'প্রফেসর ডাম্বলডোর' আর নেই

‘হ্যারি পটার’ সিনেমার ‘প্রফেসর ডাম্বলডোর’ আর নেই

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় মুভি সিরিজ হ্যারি পটারের আইকনিক প্রফেসর ডাম্বলডোর চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যাম্বন আর নেই। গতকাল বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ, এমন ওয়াটসনসহ হলিউডের অভিন্ন অভিনেতা। র‌্যাডক্লিফ বলেন, ‘একজন মেধাবী ও পরিশ্রমী অভিনেতাকে হারালাম আমরা।’

এমা ওয়াটসন বলেন, ‘স্যার মাইকেলকে ধন্যবাদ। এত বড় মাপের অভিনেতা হয়েও কীভাবে সাধারণ হয়ে থাকা যায় তা শেখানোর জন্য।

হ্যারি পটারের লেখিকা জেকে রাউলিং বলেন,তিনি একজন দারুণ মানুষ এবং দুর্দান্ত অভিনেতা।

ডাবলিনে জন্ম নেওয়া স্যার গ্যাবন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। টিভি, ফিল্ম, থিয়েটার ও সিনেমায় প্রায় ৬০ বছর দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারে চারটি বাফটা পুরস্কারও জিতেছেন এই শক্তিমান অভিনেতা। ছোটবেলায় লন্ডনে চলে যায় তার পরিবার। যদিও ১৯৬২ সালে ডাবলিনে ওথেলো নাটকে প্রথম মঞ্চে অভিনয় করেন তিনি।

১৯৮০’র দশকে বিবিসির জনপ্রিয় টিভি নাটক ডেনিস পটারের দ্য সিঙ্গিং ডিটেকটিভে ফিলিপ মার্লো চরিত্রের জন্যও সুপরিচিত ছিলেন তিনি। অস্কারজয়ী ‘কিংস স্পিচ’ সিনেমায় রাজা চতুর্থ জর্জের বাবা রাজা পঞ্চম জর্জের চরিত্রে অভিনয় করেছিলেন এই কিংবদন্তী অভিনেতা। ১৯৯৮ সালে ‘নাইট’ উপাধি পান মাইকেল গ্যামবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *