লাইভ টকশোতে মারামারি, ভিডিও ভাইরাল

লাইভ টকশোতে মারামারি, ভিডিও ভাইরাল

টেলিভিশন লাইভে এসে অতিথিদের উত্তেজিত হয়ে পড়ার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে এবার তো রীতিমতো হাতাহাতির ঘটনা ঘটলো। পাকিস্তানের একটি টেলিভিশন টকশোতে এই দৃশ্য দেখা গেছে। ইতোমধ্যে সেই হাতাহাতির ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের সিনেটর মুসলিম লিগ-নওয়াজ নেতা আফনান উল্লাহ খান ও পিটিআই নেতা শের আফজাল খান মারওয়াত উত্তেজিত বাক্য বিনিময় করেন। একটা সময় তা হাতাহাতিতে গড়ায়।

লাইভ অনুষ্ঠানে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন অনুষ্ঠান কর্তৃপক্ষ ও দর্শকরা।

কাল তাক নামের অনুষ্ঠানটির উপস্থাপনা করেন জাভেদ চৌধুরী। আলোচনার এক পর্যায়ের পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলেন আফনান উল্লাহ। মারওয়াত সেই অভিযোগের জবাব দিতে উঠে দাঁড়ান এবং আফনানের মাথায় ঘুষি মারেন। এরপর চলে লাথি-ঘুষি। ক্যামেরা পেছনেও চলতে থাকে এই মারামারি।

ক্রুরা তাদের থামানো চেষ্টা করেও ব্যর্থ হন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই হাতাহাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *