• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

নতুন বসন্তে লিন্ডা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
নতুন বসন্তে লিন্ডা
নতুন বসন্তে লিন্ডা

লিন্ডা বর্তমান সময়ের টপ মডেলদের অন্যতম। স্বপ্ন দেখেন মডেলিং-অভিনয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার। বুধবার (১৩ সেপ্টেম্বর) পার করলেন নিজের জীবনের আরো একটি বসন্ত। সামনের দিনগুলোতে নিজের কাজ, মেধা আর মনন দিয়ে জয় করতে চান মানুষের মন।

সম্প্রতি লিন্ডা বনানীর একটি রেস্তোঁরায় নিজের জন্মদিন উপলক্ষে আয়োজন করেন এক অনুষ্ঠানের। জানা যায়, বিশেষ দিনটিকে খোশমেজাজে পার করেছেন তিনি। বন্ধু-বান্ধব, মডেল ও সেলিব্রিটিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এই মডেল।

র‌্যাম্পে হাঁটার পাশাপাশি নিয়মিত দেশের নামীদামি ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন। গত ১০ বছর ধরে ক্যাটওয়াক, ফটোশুটে লিন্ডাকে বেশি দেখা যায়। তবে ইদানীং মিউজিক ভিডিওতে বেশি কাজ করছেন তিনি।

প্রসঙ্গত, গেল ঈদুল আজহায় আরটিভি মিউজিকের ব্যানারে মুক্তি পায় তার গানের মিউজিক ভিডিও। ‘আগুন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন নাজিয়া রহমান। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও মিউজিক করেন শোভন রায়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর