ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সময়টা এখন আর্জেন্টিনার। ক্রীড়াক্ষেত্রে একের পর এক সাফল্য তুলে নিচ্ছে দেশটি। এবার জুনিয়র ফুটসাল ফুটবল টুর্নামেন্টেও বাজিমাত করল আলবিসেলেস্তারা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতল আকাশী-সাদা যুবারা।

এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালের আগেও আরও একবার একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

গতকাল রোববার দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অলিম্পিক কমিটি মাঠে শিরোপার লক্ষ্যে যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল সেলেসাও যুবারা। খেলা শুরুর ১২ তম মিনিটে আন্দ্রের গোলে লিড নেয় তারা। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দলই।

বিরতির পর মাঠে নেমেই গোল শোধ দেয় আর্জেন্টিনা। বেত্তনির গোলে সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে উঠে তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে ক্যাসকোর গোলে লিড নেয় আর্জেন্টাইন যুবারা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় উৎসবে মাতে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *