আল-হিলালের পথে নেইমার!

আল-হিলালের পথে নেইমার!

পিএসজিতে ভাঙনের সুর অনেক আগে থেকেই শোনা যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবটি ত্যাগের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এবার ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও ছাড়তে চাইছেন ফরাসি ক্লাবটি। যেখানে কাতার ও সৌদি আরবের বরাত দিয়ে মার্কিন ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, নেইমার আল-হিলালে যোগ দিতে যাচ্ছেন।

পিএসজিতে ভাঙনের সুর অনেক আগে থেকেই শোনা যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবটি ত্যাগের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এবার ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও ছাড়তে চাইছেন ফরাসি ক্লাবটি। যেখানে কাতার ও সৌদি আরবের বরাত দিয়ে মার্কিন ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, নেইমার আল-হিলালে যোগ দিতে যাচ্ছেন।

শনিবার (২৪) ফোর্বসের এক আর্টিকেলে বলা হয়, আল-হিলাল এমন একজন বিশ্বখ্যাত তারকার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, যা ‘টক অব দ্য ওয়ার্ল্ডে’ পরিণত হবে। সৌদি আরবের বিখ্যাত সংবাদিক আহমেদ আল আজলান এমনটিই মনে করছেন। বিষয়টি নিয়ে টুইটারে একটি পোস্টও দিয়েছেন তিনি।

ফোর্বসের ওই আর্টিকেলে আরও বলা হয়েছে, আজলানের এমন বার্তার পরে কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর দিয়েছেন। বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন, সেই খেলোয়াড়টির নাম সম্ভবত নেইমার।

ওই দুই সাংবাদিক সরাসরি উল্ল্যেখ না করলেও যে রহস্য তৈরি করেছেন তাতে ধারণা পাওয়া যাচ্ছে, সেই খেলোয়াড় নেইমার ছাড়া আরও কেউই নয়। সৌদি আরবের ক্লাব পরিকল্পনা নিয়ে আজলানের বরাত দিয়ে ফোর্বস উল্ল্যেখ করেছে, সৌদি আরবের সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল-নাসর, আল-হিলাল, আল-ইত্তিহাদ ও আল-আহলির দায়িত্ব নিয়েছে। যেখানে প্রতি ক্লাবে তিনজন জনপ্রিয় খেলোয়াড়কে ভেড়ানোর কথা রয়েছে।

পিআইএফের নেয়া দায়িত্ব ইতোমধ্যে বাস্তবেও রূপ নিতে শুরু করেছে। আল-নাসরে রোনালদো, আল-ইত্তিহাদে করিম বেনজেমা ও এনগোলো কন্তে যোগ দিয়েছেন। এখনও দেশটির বিভিন্ন ক্লাবে অনেক তারকা খেলোয়াড়ের যোগ দেয়ার বার্তা পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মেসিকে নিতে ব্যর্থ হলেও নেইমারকে ভিড়িয়ে সেই বার্তা আরও শক্তিশালী করতে প্রস্তুত সৌদি আরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *