• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফাতিমা তাসনিম আমার পরিবারের কেউ নন: উপদেষ্টা নাহিদ কমলা-ট্রাম্পের বিতর্ক দেখা যাবে এবিসি নিউজ, বিবিসি, সিএনএনে সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী আটক শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন : ড. ইউনূস প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি, যুদ্ধ বাঁধাতে পা‌রি না: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০০ ছাড়িয়েছে জাতীয় স্বার্থরক্ষা করে যে কোন বিনিয়োগকে স্বাগত জানাই: নাহিদ ইসলাম দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক ডিএমপির মিডিয়া শাখার নতুন ডিসি তালেবুর রহমান, ১২ কর্মকর্তাকে পদায়ন সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৭ উইকেটে ৫৯ রান করে। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় পাকিস্তানকে তারা আটকে দেয় ৪ উইকেটে ৫৩ রানে।

হংকংয়ে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে শুরু থেকে বৃষ্টির প্রভাব ছিল। যেখানে টানা ৮ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পরে এদিন রিজার্ভ ডেতে শেষ চারের লড়াইয়েও বৃষ্টি হানা দেয়। অবশেষে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে খেলা মাঠে গড়ায়।

আজ মঙ্গলবার বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুতেই ব্যাটিং ধস নামে। মাত্র ১৬ রানে ৬ উইকেটের পতন হয়। তবে নাহিদা আক্তার হাল ধরেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তার কার্যকর ইনিংসে লড়ার মতো পুঁজি পায় বাংলাদেশ। নাহিদা পরে বল হাতেও আলো ছড়ান। সঙ্গে বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিল লতা মণ্ডলের দল।

নাহিদা ১৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২১ রান করেন। এছাড়া রাবেয়া খান ২০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। তবে দলের আর কোনো ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

পাকিস্তানি বোলার ফাতিমা সানা ৩টি ও আনোশা নাসির দুটি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ঝড়ো শুরু পায়। ৪ ওভারে তারা ২৬ রান তুলে ফেলে। এই জুটি ভাঙেন রাবেয়া। তিনি আইমান ফাতিমাকে ১৮ রানে ফেরান। রাবেয়ে তৃতীয় উইকেটে নামা সাদাফ শামসকেও আউট করেন। নাহিদা বিদায় করেন ১১ রানে থাকা আরেক ওপেনার শওয়াল জুলফিকারকে।

শেষ দিকে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ১০ ও সাইদা আরোব শাহ ৩ রানে অপরাজিত থাকলেও শেষ ওভারে ১৩ রানের প্রয়োজনে সানজিদার হাতে বল তুলে দেন লতা। নিজের প্রথম ওভারে অকাতরে রান দেওয়া এই স্পিনার এবার করেন চমৎকার বোলিং। জয়ের উল্লাসে ভাসান পুরো দলকে।

ফাইনালে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর