ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন।
এদিকে ভারতের চলচ্চিত্র সমালোচক উমায়ের সাধুর দাবি- দুই সপ্তাহ আগে গর্ভপাত করিয়েছেন রাকুল প্রীত সিং।
এক টুইটে উমায়ের লিখেছেন, দুই সপ্তাহ আগে গর্ভপাত করিয়েছেন রাকুল প্রীত সিং। আমরা জানি, রাকুল ব্যর্থ অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এ টুইটের পর বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও রাকুল ভক্তরা এ টুইটকে ভিত্তিহীন বলে মন্তব্য করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাকুল কিংবা জ্যাকি।
রাকুল অভিনীত বেশ ক’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে- হিন্দি ভাষার ‘মেরি পত্নী কা রিমেক’, তামিল ভাষার ‘আয়ালাম’, ‘ইন্ডিয়ান ২’।